Friday, January 5, 2024

ফিশিং অ্যাটাক কি (Phishing Attack) এবং কিভাবে ফিশিং অ্যাটাক প্রতিরোধ করবো?

 ফিশিং অ্যাটাক: যতই প্রযুক্তির উন্নতি হচ্ছে ততই বাড়ছে বিড়ম্বনা। হ্যাকারদের জন্য ব্যবহারকারীদের কোনো  কিছুই এখন নিরাপদ নয়। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যাবহারকারীদের কাছে হ্যাকিং একটি দুঃস্বপ্নের নাম। যে কোনো সময় যে কেউ পড়তে পারেন হ্যাকারদের খপ্পরে।

ফিশিং হচ্ছে এক ধরনের হ্যাকিং পদ্ধতি যা মূলত প্রতারণামূলক কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য, যেমন, লগইন ইনফরমেশন, ক্রেডিট কার্ড নাম্বার, ইত্যাদি চুরি করতে ব্যবহৃত হয়।

একজন অ্যাটাকার বা হ্যাকার ছদ্মবেশ ধারণ করে ও একজন ভিক্টিমকে কোনো ইমেইল বা মেসেজে পাঠানো লিংক ক্লিক করাতে সক্ষম হয়। ব্যবহারকারী বা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয় ফিশিং অ্যাটাক এর মাধ্যমে।


No comments:

Post a Comment

Search This Blog